জীবন প্রহর
বন্দে আলি মিঞাঁ


আমার মাধবী দিন ফুরায়ে গিয়াছে আজ
                কাঁপিতেছে জীবনের শিখা
ফুরায়েছে সাধ আশা---দুইটি নয়ন হতে
                মুছে গেল স্বপনের লিখা।

               সুখের আবেশ আজ ভেঙে গেল মোর
               বাসক নিশীথ শেষে ছিঁড়ে গেল ডোর
কামনার দলগুলি ঝরে গেল বেদনায়
                নিভে গেল প্রাণের প্রদীপ

ফাগুন দিনের গান রয়ে গেল বসুধায়
                জাগিল না বরষার নীপ।
আমার জীবনে আজ বাজিতেছে হাহাকার
                কাঁপিতেছে রাতের তারকা

মান কুসুম হতে উড়ে গেছে প্রজাপতি
                আসিবে না মোর ভীরু চখা।
আমার আকাশে আজ নাই আলো নাই
একটি বিহগী হেতা জেগেছে বৃথাই
আমার বুকের দাহ জ্বলে মরু সাহারায়
বহে শুধু বৈশাখী ঝড়,
ভুবন ভরিয়া মম রিক্ত বেদন বাজে
বিষ হলো রাতের প্রহর॥

Bande Ali Mia ।। বন্দে আলী মিঞা