হদিস-টদিস

অপূর্ব দত্ত

 

হাত-পাগুলো খ্যাংড়াকাঠি, মাথায় আলুর দম

স্বভাবে একরোখা হলেও বুদ্ধি-সুদ্ধি কম।

তা সত্ত্বেও সাহসী খুব, ডাকাবুকোও বটে,

ওকে নিয়ে হাটবাজারে কত কথাই রটে।

 

পরনে ছেঁড়া ময়লা-ত্যানা পায়জামা পাঞ্জাবি

গলায় কালো ঘুনসি, তাতে ঝুলছে একটা চাবি।

কারোর সঙ্গে ভাব নেই তার, ভীষণ একলষেঁড়ে

রোদবৃষ্টি ঝড়ঝঞ্ঝায় যায় না ভিটে ছেড়ে।

 

যে দেখবে সে ভিরমি খাবে, পাগল তো কোন ছার

কুকুর বেড়াল বাঁদর তাকে দেখলে পগারপার।

নামঠিকানার হদিস-টদিস কেউ জানে না পাড়ায়

কারোর অত সাহসও নেই পিটিয়ে ওকে তাড়ায়।

 

কেই বা ওকে ঠাঁই দিয়েছে, কেই বা খাওয়ায় পরায়

জানলেও বা এসব কথা লেখা যায় না ছড়ায়।

কিন্তু যারা কৌতূহলী, হাঁড়ির খবর রাখে

ভুলেও নিজের দোষ দেখে না, শাক দিয়ে মাছ ঢাকে,

তাদের জন্যে জনান্তিকে একটা কথা বলি –

লোকটার নাম ‘কাকতাড়ুয়া’, ভয় পাবেন না, চলি।

Apurba Dutta ।। অপূর্ব দত্ত