চরকাবুড়ি চরকাবুড়ি চাঁদের ঘরে ব’সে
মেঘের পেঁজা তুলো নিয়ে চরকা ঘোরাও কষে।
নেই পাজামা, নেইকো জামা গোটা শহরটায়,
চাঁদের ঘরে কী করে যাই আজকে আদুল গায়?
চরকাবুড়ি টুকটুকে লাল একটা জামা দিয়ো,
তার বদলে শুকনো গালে হাজার চুমো নিয়ো।
চরকাবুড়ি
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: ছোটদের ছড়া কবিতা
- Read Time: 1 min
- Hits: 348