৬
(মহুয়ার গান)
ফণীর ফণায় জ্বলে মণি
কে নিবি তাহারে আয়
মণি নিতে ডরে না কে
ফণীর বিষ-জ্বালায়॥
করেছে মেঘ উজালা
বজ্র মানিক মালা,
সে মালা নেবে কি কালা,
মরিয়া অশনি যায়॥
<
ফণীর ফণায় জ্বলে মণি
- Details
- Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম
- গীতিগ্রন্থ( কাজী নজরুল ইসলাম)
- Category: মহুয়ার গান
- Read Time: 1 min
- Hits: 262