কাজরি কাহারবা

এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
হায়, রহি রহি সেই পড়িছে মনে॥
বিজলিতে সেই আঁখি
চমকিছে থাকি থাকি,
শিহরিত এমনই সে বাহু-বাঁধনে॥
কদম-কেশরে ঝরে তারই স্মৃতি,
ঝরঝর বারি যেন তারই গীতি।
হায় অভিমানী হায় পথচারী,
ফিরে এসো ফিরে এসো তব ভবনে॥
শনশন বহে বায় সে কোথায় সে কোথায়
নাই নাই ধ্বনি শুনি উতল পবনে হায়,
চরাচর দুলিছে অসীম রোদনে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম