দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে 
ভিখারিনি বেশে সেথা দেখেছি মোর মাকে  
        (মোর) অন্নপূর্ণা মাকে॥  
অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি,
মা ফেরেন ধূলির পথে যখন ঘটা করে পূজি,  
        ঘুরে ঘুরে দূর আকাশে  
        প্রণাম আমার ফিরে আসে  
যথায় আতুর সন্তানে মা কোলে বাড়ায়ে ডাকে॥  
নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা  
যাদের তরে আমার জগন্মাতা সর্বহারা।  
অপমানের পাতালতলে লুকিয়ে যারা আছে  
তোর শ্রীচরণ রাজে সেথায়, নে মা তাদের কাছে 
        আমায় নে মা তাদের কাছে।  
        আনন্দময় তোর ভবনে  
        আনব কবে বিশ্বজনে  
দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম