দিঘিমাত্র সর্বদা তরঙ্গময়, হাওয়া থাক, বা না থাক
ঢেউ নয়, আমি চাই জলের উচ্ছ্বাস
আঙুলে নামিয়ে এনে ঝড়ের তাণ্ডব
দিঘিজলে মিশিয়ে দিয়েছি

এখন প্রস্তুত আমি
লন্ডভন্ড জলে দেবো গভীর সাঁতার
কেড়ে নেব ঢেউ আর, শীত্কারের ধ্বনি

আজ দেখি, দিঘি নয়,
জমে আছে পারদের সতূপ

ঢেউহীন পারদের বুকে আমি সাঁতার কাটি না

Super User