বাঁশি নয়, চৌরাশিয়া বাজিয়ে গেলেন আমাকেই
এখন ভাসছি সুরে
ভাসছি কোথায়?
ডুবে যাচ্ছি, সুরের সমুদ্রে
কোনো কোনো সুরেও রয়েছে
ভয়ানক খুনির স্বভাব
মুহূর্তে উড়িয়ে নিয়ে যায়
তোমার উত্তাপ থেকে, দূরে
মৃত্যুই নিয়তি
সুরে, কিংবা তোমার আগুনে
বাঁশি নয়, চৌরাশিয়া বাজিয়ে গেলেন আমাকেই
এখন ভাসছি সুরে
ভাসছি কোথায়?
ডুবে যাচ্ছি, সুরের সমুদ্রে
কোনো কোনো সুরেও রয়েছে
ভয়ানক খুনির স্বভাব
মুহূর্তে উড়িয়ে নিয়ে যায়
তোমার উত্তাপ থেকে, দূরে
মৃত্যুই নিয়তি
সুরে, কিংবা তোমার আগুনে