উদ্যত কিরণ যতদূর গেল
তুমি ছিলে
স্বপ্নভূক
সময় প্রহর কবিতার উদ্বেগ
অন্তর্গত
কথা বুনছিল

ব্যথামুকুরে রাতজাগা কবি
নীল শয্যায়
কুয়াশাঘোর
দৃশ্যত চোখ খোলে
নির্মল পিপাসা
অন্ধ আলো তোমার ঠিকানা

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০১১

Super User