একটা লাইন কেন একটা শব্দও আসছিল না
বুঝলি রে বাক্যি বলা মুখের কথা নয়
একটা কমার পরেই এসে পড়ছিল ডট ডট ডট
তোরও নিশ্চয়ই এমনটাই হয় আর ছটফট করতে থাকিস
কবে করতে পেরেছে কোন কাজটা সিধামতো তোর কোন বাপ
মাথা কুটছিলাম
ভেনিস নগরে ডিঙিতে ঘুরতে ঘুরতে
গিজগিজ করছিল পিরানহা মাছেরা হাঁ-করা মুখে
মনে হচ্ছিল লাহোরপুরমে যাই করাচি আন্ধার গাঁয়ে যাই
বুকে বোমা বেঁধে ঝাঁপিয়ে পড়ে রোজ
যাই, তাদের সামনে গিয়ে পড়ি
মনে হচ্ছিল হাঃ টুইন টাওয়ারে ওই দিনটায় থাকতে কি পারতাম
না ভোরশেষে?
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৩, ২০১১