দেখতে দাও
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
চারদিকে ছড়ানো ছবি। এই ছবি
আরও কিছু দিন দেখে যাব। আরও কিছু দিন
দুই চোখে
খুঁটে-খুঁটে তুলে নেব এই চিত্রমালা।
তোমরা যে আমারই জন্যে উঠোনে দাঁড়িয়ে আছ সক্কালবেলায়,
আ আমি বুঝি না নাকি? বুঝি।
কিন্তু তোমরা যাও।
আমাকে আর দু'দন্ড দেখে নিতে দাও।
তৈরি হতে
আমার আর-একটু দেরি হবে।