আমাদের অচিন আয়নায়, যাঁদের হ্রস্ব ছায়া
দীর্ঘতর শ্বাস ফেলে গেল;
তাঁদের উদ্দেশে।
কে জানে,
যখন জেগে আছি
আসলে তখনই
আমরা মৃত।
আত্মায় শব্দহীন শৈত্যের,
নীল-চাপ;
জীবনের পূর্ণ জাগরণ
হয় তো, তখনই!
১৬ আগস্ট ২০১১
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১৯, ২০১১