কঠিন অনুভব
শক্তি চট্টোপাধ্যায়
চারধারে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির,
দুহাত মুঠিবদ্ধ কিন্তু ভিতরে অস্থির।
কেউ তাকে দ্যাখেনি হতে, উচিত ভেবে সব
ফিরিয়ে দিল, তার ছিলো এক কঠিন অনুভব।

Shakti Chattopadhyay ।। শক্তি চট্টোপাধ্যায়