সকল রহস্য ত্যাগ করে
সে যেন দাঁড়িয়েছিল বৃক্ষ এক
ফলে-ফুলে পরিপূর্ণ;

গহন সাঁঝের বেলা
আঁধার ঘনিয়ে এল চতুর্দিকে
স্পর্শাতীত তটলুপ্ত কায়া;

যেন মায়াপথ ব্রহ্মাণ্ডের
কী বিপুল দিগ্ভ্রান্ত স্মৃতি-বিস্মৃতির
অস্পষ্ট লিখন!

সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৯, ২০১০

Super User