দীপিতা আজ বায়না ধরে
যেতে হবে মেলায়,
লাগে না আর ভালো মোটেই
ঘরে ব’সে খেলায়।

না নিলে ওই মেলায় তাকে
তাড়াতাড়ি আজকে,
লণ্ডভণ্ড করে দেবে
সারা বাড়ির সাজকে।

এসব শুনে ভয়ে সবাই
দীপিতাকে বললো-
‘লক্ষ্মীরে তুই রাগটি থামা’
বলেই মেলায় চললো।

Shamsur Rahman।। শামসুর রাহমান