নয়না, তোমার সমান বয়সী ‘টইটম্বুর’ আজ
তোমার মতোই পরেছে সে খুব জ্বলজ্বলে এক সাজ।
যখন সে হেসে নেচে নেচে ঠিক আসতো তোমার কাছে,
তুমিও তো তাকে নেচে নেচে ঠিক মেতে মজাদার নাচে।
কত যে দেখেছি সকালে বিকেলে তুমি তার হাত ধরে
নিমেষেই গেছ মেঘের মুলুকে এবং তেপান্তরে।
‘টইটম্বর’ এতটুকু দেরি করলেই তুমি খুব
মুখ ভার করে কষ্টের হ্রদে ঘন ঘন দিতে ডুব।
তোমার হাসির জন্যে জলদি ‘টইটম্বুর’ এনে
ধরেছি তোমার চোখের সামনে, নিয়েছ তুমি তা টেনে
নয়না, তোমার ‘টইটম্বুর’ এবং আমার তুমি
বেঁচে থাকো সুখে যতদিন থাকে আমার জন্মভূমি।
নয়না এবং ‘টইটম্বুর’
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 244