আষাঢ় মাসে বরষা আসে,
মুষলধারে বৃষ্টি।
মোষের গায়ের রঙের মতো
মেঘ হতেছে সৃষ্টি।

Shamsur Rahman।। শামসুর রাহমান