বর্ষা এলে বিষ্টি বটে
বুটির মতো পড়ে,
কখনো বা বিষ্টিধারা
বর্শা হয়ে ঝরে।

Shamsur Rahman।। শামসুর রাহমান