এক যে ছিল কেমন টিয়ে
দেখত, কিছু বলত না।
তাকে ছাড়া শেবামণির
এক নিমেষও চলত না।

একটু আমায় বলবে তুমি
কোথায় টিয়ের জন্মভূমি,
সেই দেশে কি হীরার গাছে
একটি ফলও ফলত না?

সেই টিয়েটা দেখত কত
পাখপাখালি ফুলের গাছ,
দেখত কত হাতি ঘোড়া,
দেখত মজার পুতুলনাচ।

পণ করেছে লক্ষ্মী টিয়ে
থাকবে মুখে গিলটি দিয়ে।
তাই তো শেবার ছোট্র ঘরে
ঘিয়ের প্রদীপ জ্বলত না।

Shamsur Rahman।। শামসুর রাহমান