জানা আছে, নতুনের আকর্ষণে বিচিত্র গাছের
পুরনো সবুজ পাতা হলুদের রঙ
পেয়ে ঝরে যেতে থাকে, যেমন পুরনো
বছরের মৃত্যু হলে নতুন বছর জন্ম নেয় সবুজের
দীপ্ত নিয়ে। এভাবেই কাটে দিন, কাটে
রাত ক্রমাগত বার বার অন্ধকার আর আলো-ছায়া নিয়ে।

কে তুমি আমাকো ডাকো কখনো সকালে, কখনো-বা
মধ্যরাতে? সেই ডাক আমাকে ঘরের
বাইরে নেয়ার সুরে ঝরে পড়ে চতুর্দিকে। জ্বল জ্বল সব
তারা মানবিক কণ্ঠস্বরে ডেকে ডেকে
আমাকে স্থাপন করে জনহীন খোলা পথে। আমি
মন্ত্রমুগ্ধ পথিকের মতো হেঁটে যেতে থাকি জানি না কোথায়।

এমন যাত্রায় কেন জানি যমজ ভাইয়ের মতো ঘন ঘন
আনন্দ, বেদনা উভয়কে আলিঙ্গন
করে যেতে হয়, যতদিন রৌদ্র ছায়াময় পৃথিবীতে
হেঁটে যাবো কখনো ঝরিয়ে ঘাম, কখনো হাওয়ার
আদর প্রফুল্লচিত্তে সম্মুখে এগিয়ে যাবো, আশার ছলনা
যতই ভ্রষ্টার মতো ভীষণ ছলনাময় চুমো খেতে খেতে!
২৯-১২-২০০৩

Shamsur Rahman।। শামসুর রাহমান