এই নিবিড় বাদল দিনে

কে নেবে আমায় চিনে,

জানিনে তা।

এ নব ঘন ঘোরে,

কে ডেকে নেবে মোরে

কে নেবে হৃদয় কিনে,

উদাসচেতা।

পবন যে গহন ঘুম আনে,

তার বাণী দেবে কি কানে,

যে আমার চিরদিন

অভিপ্রেতা!

শ্যাম রঙ বনে বনে,

উদাস সুর মনে মনে,

অদেখা বাঁধন বিনে

ফিরে কি আসবে হেথা?

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য