নামান্তর
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

পিছনে সুদীর্ঘ পথ, তারই কোনো বাঁকে
ছাড়াছাড়ি হয়ে গেছে। আর
কোনোদিন এইখানে তাকে
প্রাণান্ত খুঁজেও পাওয়া যাবে না আবার।

দৃষ্টির সীমানা থেকে হারিয়ে গেলেই
ভাবি তার মৃত্যু হল। কাছে
যে নেই সে কোনোখানে নেই?
সে আছে, সে আছে, শুধু অন্য নামে আছে।

তাই তো নির্ভয় আমি, জানি হারাবার
ভয় নেই। যে-দিন আমিও
মুছে যাব, সে যদি আমার
অন্বেষণে আসে, তাকে নতুন নামটি বলে দিয়ো।

Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী