গুঞ্জরিয়া এল অলি;

যেথা নিবেদন অঞ্জলি।

পুষ্পিত কুসুমের দলে

গুন্গুন্ গুঞ্জিয়া চলে

দলে দলে যেথা ফোটা-কলি।

আমার পরাণে ফুল ফুটিল যবে,

তখন মেতেছি আমি কী উৎসবে।

আজ মোর ঝরিবার পালা,

সব মধু হয়ে গেছে ঢালা;

আজ মোরে চলে যেও দলি॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য