শুনিনু নিদ্রার ঘোরে অযোধ্যার নাম |
হেরিলাম স্বর্ণপুরী | পথে-পথে তার
শত-শত নরনারী কাঁদে অবিরাম,
আর্তকণ্ঠে নভোতলে ওঠে হাহাকার |
তরুণ দেবতা সম কিশোর কুমার
যৌবনে সন্ন্যাসী সাজি' চলিয়াছে বনে,---
সীতার বিরহ-ভয়ে পুরী অন্ধকার,
গগন শ্বসিয়া ওঠে নিরুদ্ধ ক্রন্দনে |
চমকি' উঠিনু জাগি' | তপ্ত নিদাঘের
মূর্ছিত ভূবন ভরি' রৌদ্রানল জ্বলে |
স্টেশন-অঙ্গনে ডাকে গ্রীষ্মাতুর স্বরে
অযোধ্যার নাম | ধূসর ধূলির 'পরে
বসে আছে বানরের দল | দূরে ঝলে
সূর্যালোকে স্বর্ণচূড়া ভগ্ন মন্দিরের |
সনেট ২ - হুমায়ুন কবীর
- Details
- Humayun Kabir ।। হুমায়ুন কবির
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1214