সীমান্ত এলাকার মানুষ গদ্যে কথা বলে
বস্তি ও কলকারখানার মানুষ গদ্যে কথা বলে
দিনের বেলায় শহর গদ্যে কথা বলে
সমস্ত সমসাময়িক দুঃখ গদ্যে কথা বলে
শুকনো মাঠ ও রুখু দাড়িওয়ালা মানুষটি গদ্যে কথা বলে
গোটা ছুরি-কাচির সভ্যতা গদ্যে কথা বলে
তা হলে কী নিয়ে কবিতা লেখা হবে?
স্মৃতির শহর ১৩ - সুনীল গঙ্গোপাধ্যায়
- Details
- Sunil Gangapadhyay।। সুনীল গঙ্গোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 723