বার মাস তিথি যত।
একে একে হয় গত ॥
বার মাস সাত বার।
আসে যায় বার বার ॥

Madan Mohan Tarkalankar ।। মদনমোহন তর্কালঙ্কার