মনে করি বারে বারে,
আর না হেরিব তারে,
নিষেধ না মানে আঁখি,
        তারি পানে ধায় লো।

মনে মনে করে থাকি,
কথা না কহিব ডাকি,
না দেখিতে আগে কোড়া,
        মুখে হাসি পায় লো॥

তবু যদি সহচরী,
মন কে কঠিন করি,
সে জানে দেখিবা মাত্র,
        রোমাঞ্চিত কায় লো।

অতএব তারে দেখে,
আপনা বজায় রেখে,
কি রূপে সাধিব মান,
        বল না আমায় লো॥

Madan Mohan Tarkalankar ।। মদনমোহন তর্কালঙ্কার