মনের বয়স এখনও আমার ষোলো, 

শরীর সেদিন একুশ পেরোলো। 

— বললো সে এই বিয়াল্লিশে, 

তোমাকে পিষে প্রেমের বিষে।

Taslima Nasrin ।। তসলিমা নাসরিন