যখন দুঃখ আমাকে অন্ধকার একটি গর্তের দিকে টেনে নিয়ে যেতে থাকে 
তখন আমার শরীর কোনও একটি শরীর যে করেই হোক চায় 
দুঃখের দীর্ঘ ছায়া হৃদয় ঢেকে দিতে থাকে আর শরীরখানা পাগল হয়ে ওঠে সুখ পেতে 
পাগল হয়ে প্রেম চায় কারও প্রেমের পাগলামো চায় 
দুঃখ চায় না

Taslima Nasrin ।। তসলিমা নাসরিন