মানুষ কত কী পারে!

ফুল ফোটাতে পারে।
চাঁদের মাটিতে হাঁটতে পারে।
পর্বত গুঁড়িয়ে রাস্তা বানাতে পারে।
আর
মারণাস্ত্রে পৃথিবীর জনপদ ধ্বংসও
করতে পারে।
মানুষ যে কাজটা সবচেয়ে বেশি পারলে
মানুষেরই মঙ্গল হত-
সেই ভালবাসাটা-ই।
মানুষ সবচেয়ে কম পারে।

Subho Dasgupta ।। শুভ দাশগুপ্ত