সাদার গায়ে ছিটানো কিছু কালি ;
বিষয়আশয় বলতে সেই বুড়োর
আর আছে কী ?
              এই নিয়েই তো খালি
যত রাজ্যের চাপান আর উতোর |

ইহকালের কাছে তো সেই বুড়ো
পাতেনি হাত ;
      আপনি মিলেছে যা

তাতেই খুশি,  হোক না খুঁদকুঁড়ো
হোক কিছু তার চোখের জলে ভেজা |

ইহকালের ভয় নেই আর বুড়োর
ভয়টা শুধু পরকালের এখন
পড়েছে দাঁত গেছে চোখের নজর
মানে না দেহ আগের কড়া শাসন |

স্বর্গনরক পাপপুণ্য ওসব
দেয় না তাকে টান কিংবা ঠেলা
বেঁচে থাকার প্রত্যহই পরব
যা দেখে তাই ভানুমতীর খেলা ||

Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়