শিব  নেই ! ছি !  ছি !

সেই দুঃখে
দক্ষযজ্ঞে
যান নি দধীচি |

বৃত্রাসুর হানা দিলে
স্বর্গচ্যুত
হল দেবতারা---
খোদ ইন্দ্র রণে ভঙ্গ দেন |

তখন দধীচি ছাড়া
দেবগণ
অনন্য উপায় |

দধীচি দিলেন প্রাণ |
তবে দেবতারা পায়
তাঁর অস্থি থেকে
বৃত্রনিধনের বজ্র---

যাঁর জন্ম
একদা শান্তির গর্ভে
অথর্বমুনির ঔরসে
এবং প্রেমের গর্বে
সারস্বত পুত্রের পিতা যিনি |

বিনা নামে বিনা অর্থে
বিনা যশে
সে বজ্র বানিয়ে যায়
নিজের অস্থিতে

নেপথ্যে
.        সপ্তাহ
.               প্রতিদিনই ||

Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়