সদর দরজাতে
রইল খিল-আঁটা

সামনে থেকে সরিয়ে নিয়ে চোখ
পেছনে দিই হাঁটা

সবুজ ঘাসে কনুইতে ভর দিয়ে
দেখছে আমায়
হলদে পাখির পালক

গাছের পাতা ঘোমটা তুলে তাকায়

সবারই সেই এক প্রশ্ন
কে যায়

যায় না তো কেউ
আসে
নতুন মুখ
ভিড় করে চারপাশে

গল্প করে বলতে হয়
বেঁচে থাকার কী সুখ

উঠে আসার সময় হঠাৎ
শিকড়ে পা বেধে
ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি

সুখে দুচোখ জুড়ে আসছে
খুলে যাচ্ছে জীবনভর
.             পাকানো দুটো মুটি ||

Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়