আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা?
সখিরে, ভালবাসিতে, আসিতে, আর সেধ না।
নিশীথে মাধবী বনে, দেখা হল সখা সনে,
অমনি প্রাণে সে রহিয়া গেল, বিরহ আরহল না।
দিয়ো না তাহারে বাধা, এস বলে কেন সাধা?
আমার চির-মিলনের দেশে নাহি বিরহ যাতনা;
আখি মুদি হিয়া মাঝে সে মধু মাধুরী রাজে,
মানসে চরণ পূজি, পরশে নাহি বাসনা।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন