তোমার নয়নের আড়াল হতে চাই আমি
তোমারি ভবনে করি বাস;
তোমারি তো আমি খাই পরি, তবু
তোমারেই করি পরিহাস!
তুমিই দিয়েছ জ্ঞান ভকতি,
তুমিই দিয়েছ ইচ্ছা শকতি,
তবু তোমারে জানিনে চরণ চাহিনে,
নাহিক তোমাতে অভিলাষ!
করিনে তোমার আজ্ঞা-পালন,
মানিনে তোমার মঙ্গলশাসন,
তোমার সেবা নাহি করি, তবু কেন, হরি,
লোকে বলে মোরে হরিদাস।
তোমার নয়নের আড়াল হতে চাই আমি
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 394