ও তুই ভাবিস কি সে তোরি মতন পাতলা রে?
দর কি রে তারকানাকড়ি, বড় জোর আধলা রে?
অমনি যেমন তেমন করে, আয়, বলে ডাক দিলে পরে,
তখনি হাজির হবে, মানবে না ঝড় বাদলা রে?
পাপের রাস্তা পেয়ে সোজা, পাপ করেছিস বোঝা বোঝা;
তোর একাদশী, রোজা, চুলোয় যাবে, পাগলারে!
তার জাল জগৎ বেড়া, ফাঁক নাই তার সবই ঘেরা,
কৈ পুঁটি আদি কার, পড়ে রুই কাতলা রে!

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন