তুমি কেমন দয়াল জানা যাবে,
তুমি কি আসবে না?
কাঙাল বলে হেলা করে
হৃদি মাঝে এসে হাসবে না?
যে নিয়েছে তোমার শরণ,
তারে দিলে অভয়-চরণ,
আমি ডাকতে জানি নে বলে
আমায় কি ভালবাসবে না?
তুমি কি আসবে না।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন