সন্ধ্যা-সমীরে ধীরে ধীরে
একটি দিবস পলায় রে।
অতীত তিমিরে সিন্ধু-গভীরে
একটি জীবন মিশায় রে।
নব নব আশা, নূতনভরসা
জাগিছে হৃদয়ে রে।
নব-শকতি বলে সঁপিব সকলে
জীবন স্বদেশ সেবায় রে।
আজি শুভদিনে শুভ-সম্মিলনে
কত সুখ কত প্রীতি রে!
ভাই ভাই মিলি, প্রীতি-কোলাকুলি
ভুলি সব অন-র রে।
সঁপি সব আশা, দুঃখ পিপাসা,
দেব পরম চরণে রে!
আজি যেই ভাবে মিলেছিনু সবে,
বিধিযেন এমনি মিলায় রে!
সন্ধ্যা-সমীরে ধীরে ধীরে
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 618