কেন বঞ্চিত হব চরণে?
আমি কত আশা ক’রে ব’সে আছি,
পাব জীবনে, না হয় মরণে।
আহা তাই যদি নাহি হবে গো, –
পাতকি তারণ-তরীতে তাপিত-
আতুরে তুলে না লবে গো!
হ’য়ে পথের ধুলায় অন্ধ,
এসে দেখিব কি খেয়া বন্ধ?
তবে পারে ব’সে ‘পার কর’ব’লে পাপী
কেন ডাকে দীন শরণে।
আমি শুনেছি হে তুষা হারী!
তুমি এনে দাও তারে প্রেম অমৃত,
তৃষিত যে চাহে বারি;
তুমি আপনা হইতে হও আপনার,
যার কেহ নাই তুমি আছ তার
একি সব মিছে কথা ভাবিতে সে-ব্যথা
বড় বাজে প্রভু মরমে ।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন