আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাই নে,
আমি চাহি দারা সুত সুখ সম্মিলন
তব সঙ্গ সুখ চাই নে।।
আমি কতই যে করি বৃথা পর্যটন
তোমার কাছে তো যাই নে;
আমি কত কি যে খাই ভস্ম আর ছাই
তব প্রেমামৃত খাই নে।।
আমি কত গান গাহি মনের হরষে
তোমার মহিমা গাই নে;
আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই
জ্ঞান আঁখি মেলে চাই নে।
আমি কার তরে দেই আপনা বিলায়ে
ও পদতলে বিকাই নে;
আমি সবারে শিখাই কত নীতি কথা
মনেরে শুধু শিখাই নে।।
আমি সকল কাজের পাই হে সময়
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1842