এমনও মুহূর্ত আসে
মনে হয়
হাজার বছর ধরে বাঁচার যে সুখ
এ মুহূর্তে তাই পেয়ে গেছি –
সে হিসেবে আমার বয়স
কয়েক সহস্র কোটি অর্বুদেরও
প্রায় কাছাকাছি।
অন্যথায় এমনও বলতে পারো
যে ক’টি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে…
সে ক’টি মুহূর্ত শুধু
আমি বেঁচে আছি
বয়স – সলিল চৌধুরী
- Details
- Salil Chowdhury।। সলিল চৌধুরী
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 929