পাশেতে বসিয়া রামা কহে দুঃখবাণী |
ভাঙ্গা কুড়্যা ঘরখানি পত্রের ছাওনী ||
ভেরাণ্ডার খাম তার আছে মধ্য ঘরে |
প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙ্গে ঝড়ে ||
অনল সমান পোড়ে বৈশাখের খরা |
তরুতল নাহি মোর করিতে পসরা ||
পদ পোড়ে খরতর রবির কিরণ |
শিরে দিতে নাহি আঁটে খুঞার বসন ||
বৈশখ হৈল আগো মোরে বড় বিষ |
মাংস নাহি খায় সর্ব্ব লোক নিরামিষ ||
পাপিষ্ঠ জৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন |
খরতর পোড়ে অঙ্গ রবির কিরণ ||
পসরা এড়িয়া জল খাত্যে যাত্যে নারি |
দেখিতে দেখিতে চিলে লয় আধা সারি ||
য়ন্য নাহি মেলে এই পাপ জষ্ঠি মাসে |
বেঙছির ফল খেঞা থাকি উপবাসে ||
ভূবন পুর্ণিত হৈল নবমেঘজল |
হেন কালে মৃগ মারে পাপ কর্মফল ||
মাংসের পসরা লয়্যা বুলি ঘরে ঘরে |
কিছু খুদ-কুড়া মিলে উদর না পূরে ||
কি কহিব দুঃখ মোর কহনে না যায় |
কাহারে বলিব কি দূষিব বাপ মায় ||
শ্রাবনে বরিষে মেঘ দিবস রজনী |
সিতাসিত দুইপক্ষ একই না জানি ||
চারি মাসে বস্ত্রখানি হইয়া গেল তুণ্ডা |
পালটিতে নাহি মোর একখানি মুণ্ডা ||
আচ্ছাদন নাহি অঙ্গে পড়ে মাংস-জল |
কত মাছি খায় অঙ্গে করমের ফল ||
অভাগ্য মনে গুণি অভাগ্য মনে গুণি |
কত শত খায় জোঁক নাহি খায় ফণী ||
ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল |
নদনদী একাকার আটদিকে জল ||
পসরা করিয়া সিরে ফিরে ঘরে ঘরে |
য়নলে পুড়এ অঙ্গ ভিতরে বাহিরে ||
ফিরাত পাড়াতে বসি না মেলে উধার |
হেন বন্ধুজন নাহি যেবা সহে ভার ||
দুঃখ কর অবধান দুঃখ কর অবধান |
লঘুবৃষ্টি কুড়াতে সদাই বহে বান ||
আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে |
ছাগল মহিষ মেষ দিয়া বলিদানে ||
উত্তম বসনে বেশ করয়ে বনিতা |
অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা ||
ব্যাধের হরিণ মাংস কে নিব মন্দিরে |
দেবীর প্রসাদ-মাংস সবাকার ঘরে ||
কার্ত্তিক মাসেতে হৈল হিমের জনম |
করয়ে সকল লোক শীত নিবারণ ||
নিয়োজিত কৈল বিধি সবার কাপড় |
অভাগী ফুল্লরা পড়ে হরিণের ছড় ||
মাস মধ্যে মার্ঘসিসু আপনি ভগবান |
হাঠে মাঠে গৃহে গোঠে সবাকার ধান ||
কত দুঃখ শহে গায় কত দুঃখ শহে গায় |
নিরামিশ করে লোক মাংস না বিকায় ||
উদর ভরিয়া অন্ন দৈবে দিল যদি |
যম সম শীত তথি নিরমিস বিধি ||
দুস্খ সুন ঠাকুরানি দুস্খ সুন ঠাকুরানি |
ফুল্লরার সমান য়ার নাহি য়ভাগিনি ||
বড় দুঃখ মনে গুণি বড় দুঃখ মনে গুণি |
পুরাণ খোসলা গায় দিতে করে পানি ||
কত নিবেদিব দুঃখ কত নিবেদিব দুঃখ |
বিপাক পাইল স্বামী বিধাতা বৈমুখ ||
পৌষে সকল ভোগ সুখী সর্ব্বজন |
তুলি পাড়ি পাছুড়ি শীতের নিবারণ ||
তৈল তুলা তনূনপাত্ তাম্বুল তপন |
করয়ে সকল লোক শীত নিবারণ ||
হরিণী বদলে পাইনু পুরাণ খোসলা |
উড়িতে সকল অঙ্গে বরিষয়ে ধুলা ||
বৃথা বনিতা জনম বৃথা বনিতা জনম |
ধূলি বয়ে নাহি মেলি শয়নে নয়ন ||
দুঃখ কর অবধান দুঃখ কর অবধান |
জানি ভানু কৃশানু শীতের পরিত্রাণ ||
মাঘ মাসে অনিবার সদাই কুজ্ঝটী |
আন্ধারে লুকায় মৃগ না পায় আক্ষটী ||
ফুল্লরার কত আছে কর্মের বিপাক |
মাঘ মাসে কাননে তুলিতে নাহি শাক ||
দুস্খে কর য়বগতি দুস্খে কর য়বগতি |
জনম য়বধি য়ামি ক্লেশে করি মতি ||
শুন মোর বাণী রামা শুন মোর বাণী |
কোন সুখে মোর সাথে হইবে ব্যাধিনী ||
সহজে শীতর ঋতু ফাগুন যে মাসে |
পোড়ায়ো রমণীগণ বসন্ত বাতাসে ||
মধুমাসে মলয়-মারুত বহে মন্দ |
মালতীর মধুকর পিয়ে মকরন্দ ||
বনিতা পুরুষ যত পীড়য়ে মদনে |
ফুল্লরার অঙ্গ পুড়ে উদর-দহনে ||
দারুণ দৈব-দোষে গো দারুণ দৈব-দোষে |
একত্র শয়নে স্বামী যেন ষোল ক্রোশে ||
অনল সমান পোড়ে চৈত্রের খরা |
চালুসেরে বান্ধা দিনু মাটিয়া পাথরা ||
ফুল্লরার কত আছে করমের ফল |
মাটিয়া পাথরা বিনে অন্য নাহি স্থল ||
দুঃখ কর অবধান দুঃখ কর অবধান |
আমানি খাবার গর্ত্ত দেখ বিদ্যমান ||
ফুল্লরার অভিলাষ বুঝিয়া পার্ব্বতি |
আশ্বাস করিয়া তারে বলেন ভারতী ||
আজি হইতে মোর ধনে আছে তোর অংশ |
শ্রীকবিকঙ্কন গীত গান ভৃগু বংশ ||
ফুল্লরার বারমাস্যা - মুকুন্দরাম চক্রবর্তী
- Details
- Mukundaram Chakrabarti ।। মুকুন্দরাম চক্রবর্তী
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 14974