আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতোরের,
মুটে মজুরের,
--- আমি কবি যত ইতরের !
আমি কবি ভাই কর্মের আর ঘর্মের ;
বিলাস-বিবশ মর্মের যত স্বপ্নের তার ভাই,
সমর যে হায় নাই !
মাটি মাগে ভাই হালের-আঘাত,
সাগর মাগিছে হাল,
পাতালপুরীর বন্দিনী ধাতু
মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল,
দুরন্ত নদী সেতুবন্ধনে বাঁধা যে পড়িতে চায়,
নেহারি আলসে নিখিল মাধুরী
সময় নাই যে হায় !
মাটির বাসনা পূরাতে ঘুরাই
কুম্ভকারের চাকা,
আকাশের ডাকে গড়ি আর মেলি
দুঃসাহসের পাখা,
অভ্রংলিহ মিনার-দন্ত তুলি
ধরণীর গূঢ় আশার দেখাই উদ্ধৃত অঙ্গুলি |
জাফ্ রি-কাটানো জানালায় বুঝি
পড়ে জ্যোত্স্নার ছায়া,
প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্গ
ঘনায় নিশীথ মায়া |
দীপহীন ঘরে আধো-নিমীলিত
সে দুটি আঁখির কোলে,
বুঝি দুটি ফোঁটা অশ্রুজলের
মধুর মিনতি দোলে |
সে মিনতি রাখি সময় যে হায় নাই,
বিশ্বকর্মা যেথায় মত্ত কর্মে হাজার করে
সেথা যে চারণ চাই !
আমি কবি ভাই কামারের আর কাঁসারির
আর ছুতোরের, মুটে মজুরের,
----আমি কবি যত ইতরের |
কামারের সাথে হাতুরি পিটাই
ছুতোরের ধরি তুরপুন,
কোন্ সে অজানা নদীপথে ভাই
জোয়ারের মুখে টানি গুণ !
পাল তুলে দিয়ে কোন সে সাগরে,
জাল ফেলি কোন দরিয়ায় ;
কোন্ সে পাহাড়ে কাটি সুড়ঙ্গ,
কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠার-ঘায় |
সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি
আর খাল কাটি ভাই, পথ বানাই,
স্বপ্ন বাসরে বিরহিণী বাতি
মিছে সারারাতি পথ চায়,
হায় সময় নাই !
আমি কবি যত কামারের - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Super User
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 12659