হয়তো আকাশে শুধুই মেঘ চরাই,
কখনো বৃষ্টি কখনো আলো ছড়াই
অথবা রং চড়াই ।
তবুও ভেবো না ভেবো না
যার যা খাজনা দেবো না ;
খেতের ফসল আমিও কেটেছি
শূন্য নয় মরাই ।
যদিও বাঁধন না মেনে হই উধাও,
গরল যেমন তেমন চাখি সুধাও,
কিংবা যা-কিছু দাও ।
তবুও ভেবো না ভেবো না,
মেলায় মুজরো নেবো না ;
দল-ছাড়া ব’লে বদলেছি কি না
ও-কথা মিছে শুধাও ।।
যদিও মেঘ চাই - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 496