রাতের জোনাকিগুলো চরায় কারা
সারা রাত ভরে কারা দেয় পাহারা !
জোনাকির ঝাঁক সব চরায় কারা !

তাদের রাখাল বুঝি ছোট্ট পরী
মাঠের আঁধারে ছোটে ফড়িঙে চড়ি !
জোনাকি চরায় বুঝি ছোট্ট পরী !

রাখালের মতো তারা কোথাও বসে,
বাজায় না মেঠো বাঁশী শুয়ে আলসে ?
রাখালের মতো তারা আলসে বসে ?

পরী রাখালের গান কি হিজিবিজি !
তাদের বাঁশির সুর রাতের ঝিঁঝিঁ !
মানে নেই সে গানের, কী হিজিবিজি !

জোনাকি হারালে তারা কি করে ডাকে ?
---জোনাকির ফাঁক সব শাসনে রাখে ?
জোনাকি হারিয়ে গেলে কি দিয়ে ডাকে ?

আলেয়ার আলো বুঝি তখন জ্বালে !
তাড়া খেয়ে জোনাকিরা ফিরলে পালে,
আলেয়ার আলো বুঝি তাইতে জ্বালে ?

ঝাঁক নিয়ে কোথা যায় ভোরের বেলা ?
কোথায় তাদের বসে দিনের মেলা ?
জোনাকিরা কোথা যায় ভোরের বেলা ?

তারারা যেখানে যায় সেই আকাশে
জোনাকির মেঘ-পুরী শূন্যে ভাসে ?
---জোনাকির মৌচাক সেই আকাশে ?

কিম্বা হয়তো তারা রাতের শেষে
প্রজাপতি হয়ে যায় নতুন বেশে !
প্রজাপতি হয় তারা রাতের শেষে !

ঘুম তারা একেবারে জানে না নাকি ?
দিনে প্রজাপতি তারা রাতে জোনাকি !
খেলা ছাড়া ঘুম তারা জানে না নাকি ?

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র