বলেছিলে, --‘নাই বা মনে রাখলে ---
সে কথা যে মিথ্যে তা’ত জানতে !
মনে কেন,  মর্মে আছ,
গহন গভীর হৃদয় হ’তে
       ছড়িয়ে আছ শেষ চেতনা-প্রান্তে
আছ প্রাণের পরম ক্ষুধায়,
নয়ন শ্রবণ ভরা সুধায়,
এই জীবনের প্রতি পাতায়
       নিত্য তোমার সই থাকে ।
দিয়েছ সুর দিলে ভাষা
আকাশলোভী বিরাট আশা ।
প্রণাম লহ মুগ্ধ মনের
       আজ পঁচিশে বৈশাখে ।

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র