খুকুর একটি পুতুল ছিল
একটি পা তার ভাঙা
হঠাৎ কিসের খেয়াল হ’ল
যাবে বাবল-ডাঙা
খুকুর পুতুল |
বাবল-ডাঙা কোথায় সে যে
কোন সে নদীর পার ?
কত পাহাড় পেড়িয়ে সে কোন
গহন বনের ধার
কেউ জানে না |
খুকুর পুতুল, খোঁড়া পুতুল
যাবেই যাবে তবু
খেলা ঘরের বাক্সে সে না
রইবে জবু থবু
----খুকুর পুতুল |
খুকুর পুতুল খুঁড়িয়ে চলে
খুঁড়িয়ে চলে
খুঁড়িয়ে চলে
পেরিয়ে যেতে নর্দ্দামাটা পড়ল জলে
-----খুকুর পুতুল !
খুকুর পুতুল - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 691