কোন মুলুকে চরে জানো
       ভস্মলোচন হায়না ?
মরা চিবোয় আধমরাদের
       জ্যান্ত ভয়ে খায়না |
জ্যান্ত এবং মরায় যেথায়
               তফাৎ নাই
হায়না হাসে সেই শ্মশানে
               শুনতে পাই |
ও মড়া তুই জাগবিনে ?
থাকবি পড়ে ডাষ্টবিনে !
নিজের খুলি খুলে ধরে
       পরম কারণ চাখবিনে ?

ভস্মলোচন হায়না
সব মুলুকেই স্যায়না |
লক লকে জিভ বুলিয়ে বেড়ায়
যেথায় তাকায় সবই পোড়ায়
       নিজের মুখে চায়না |
ও মড়া তুই জ্যান্ত হ,
       আন দেখি সেই আয়না |
নিজের চোখেই নিপাত ডাকুক
       ভস্মলোচন হায়না |
শব-জাগানো মন্ত্র দেবে
       কোন্ কাপালিক ভৈরবী ?
অরণ্যে সার করুণ রোদন
       ছড়া কেটেই যায় কবি |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র