এই জীবনের যত মধুর ভুলগুলি ---
ডালে ডালে ফোটায় কে আজ বুলিয়ে রঙিন অঙ্গুলি ||
রাখবে না সে কিছু গোপন রাখবে না,
পাতার আড়াল দিয়ে কিছু ঢাকবে না,
মনের যত বন্ধ-দুয়ার দরাজ করে দেয় খুলি’ ||
অলি যত জুটবে, জানি সবাই তারা রসিক নয়,---
মধুর মর্ম কেউ বা জানে, কেউ শুধু হুল-ই বয় |
তবু হেথায় নেইকো কারো নেই মানা,
হেলায় ছড়াই সুবাসে তার ঠিকানা,
এ কূল গেছে আগেই যখন, যাকনা এবার দু’কূলই ||
সুর - কমল দাশগুপ্ত
শিল্পী - রবীন মজুমদার
ছবি - যোগাযোগ, ১৯৪৩