হারা--মরু নদী,     শ্রান্ত দিনের পাখি,
নিভু নিভু দীপ, আর্ত আতুর,---   নহ একাকী, নহ একাকী ||
সাগর কিনারে করুণার তীরে    জীর্ণ তরীরা যেথা গিয়ে ভিড়ে,
         সে মহামেলায়, বেদনা তীর্থে    আজিকে সবারে ডাকি ||
         ধরণী যাদের ধরিতে না চায়,  দেবতা ফিরায় মুখ,
         তাদের লাগিয়া মমতায় ভরা শুধু মানুষেরই মুখ,
         তাদের লাগিয়া মমতায় ভরা শুধু মানুষেরই বুক,
এ তিমির শেষে আছে রে প্রভাত, সাদরে সবার ধর শুধু হাত,
          হৃদয়-সুধার বিনিময়ে ফিরে     স্বর্গ মিলিবে নাকি ||

সুর - কমল দাশগুপ্ত
শিল্পী - কানন দেবী
ছবি - যোগাযোগ, ১৯৪৩

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র